এয়ার অ্যারাবিয়া, একটি মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্স, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন রুটে বিশেষ ভাড়া ঘোষণা করেছে।
গতকাল, রোববার (৭ জুলাই), এয়ার অ্যারাবিয়া এ ভাড়া ঘোষণা করেছে বাংলাদেশি যাত্রীদের জন্য ।
এয়ারলাইন্সটি জানায়, বাংলাদেশি যাত্রীরা নির্দিষ্ট কয়েকটি রুটের রিটার্ন টিকিটে এই ছাড় পাবেন।
দেশের রাজধানী ঢাকা থেকে তুর্কির ইস্তাম্বুলের রিটার্ন ভাড়া ছাড়ে পাওয়া যাবে ৬৯ হাজার ৭০০ টাকায়, কাতারের দোহায় ৭২ হাজার ৪০০ টাকায়, আজারবাইজানের বাকুতে ৭৫ হাজার ৭০০ টাকায়, লেবাননের বৈরুতে ৭৫ হাজার ৯০০ টাকায়, উজবেকিস্তানের তাশকান্তে ৭৫ হাজার ৯০০ টাকায়, রাশিয়ার মস্কোতে ৮৪ হাজার ৪০০ টাকায়, কেনিয়ার নাইরোবিতে ৮৭ হাজার ১০০ টাকায়, মিশরের কায়রোয় ৯৭ হাজার টাকায়, গ্রিসের অ্যাথেন্সে ১ লাখ ৬ হাজার ৯০০ টাকায় এবং বসনিয়ার সারাজেভোয় ১ লাখ ৮ হাজার ৪০০ টাকায়।
তারা আরও জানায় যে, এই ভাড়া ইরানসহ মধ্যপ্রাচ্যের অনেক রুটের জন্য প্রযোজ্য।
এয়ার অ্যারাবিয়া জানায় বিশেষ ভাড়ার কিছু শর্ত থাকবে, যেগুলো হচ্ছে, যাত্রীদের টিকিট পেতে হলে ৩১ আগস্ট এর ২০২৪ মধ্যেই টিকিট কাটতে হবে এবং ভ্রমণও সেই তারিখের আগেই করতে হবে।
আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel