ইউক্রেন অবশেষে বিমান ছিনতাই হওয়ার খবর অস্বীকার করেছে।ইউক্রেনের পক্ষ থেকে এখন বলা হচ্ছে, ইউক্রেনের নাগরিকদের ফিরিয়ে আনতে আফগানিস্তানে যেসব বিমান কাবুলে পাঠানো হয়েছিল সেগুলো কিয়েভে ফিরে এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, কাবুল বা অন্য কোথাও ইউক্রেনের কোনো বিমান ছিনতাই হয়নি।
এর আগে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন দাবি করেছিলেন, একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি আফগানিস্তান থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাই করে ইরানে নিয়ে গেছে।
এই খবর প্রকাশিত হওয়ার পর ইরান বিমান ছিনতাই হওয়ার দাবি নাকচ করে জানায়, গতকাল কাবুল থেকে মাশহাদে ইউক্রেনের একটি বিমান অবতরণ করেছিল। মাশহাদ থেকে জ্বালানি নিয়ে বিমানটি কিয়েভে চলে গেছে।
এখন প্রশ্ন উঠেছে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিনের বিমান ছিনতাইয়ের বক্তব্যের পর এখন কেন ইউক্রেন ঘটনাকে অস্বীকার করছে?