in , ,

পর্যটকদের জন্য সেন্টমার্টিনে রাত্রিযাপন পুনরায় চালু

পর্যটকদের জন্য সেন্টমার্টিনে রাত্রিযাপন পুনরায় চালু

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সেন্টমার্টিনে, গত ১ ডিসেম্বর থেকে রাত্রিযাপন পুনরায় চালু হয়েছে।

নভেম্বর মাসে শুধু দিনের বেলা ভ্রমণের অনুমতি থাকার পর, এখন থেকে রাত্রিযাপনের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। ১ ডিসেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই অনুমতি বহাল থাকবে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘নভেম্বর মাসে রাত্রিযাপনের সুযোগ না থাকায় পর্যটকেরা দ্বীপে যেতে আগ্রহ দেখাননি। ফলে জাহাজ চলাচলও বন্ধ ছিল। তবে ১ ডিসেম্বর থেকে রাত্রিযাপনের অনুমতি থাকায় পর্যটকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, এবং সেই অনুযায়ী জাহাজ চলাচল শুরু হবে।’

প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টার মধ্যে, কক্সবাজারের নুনিয়াছড়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজগুলো ছেড়ে যাবে। এবং পর্যটকদের রেখে, একইদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে জাহাজগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ফিরে আসবে। এতেকরে পর্যটকরা রাত্রিযাপন করে পরেরদিন বিকাল ৩টায় ফিরতে পারবেন।

Bangladesh Tourism Board-এর online portal থেকে, QR code সংবলিত টিকিট সংগ্রহ করে, দৈনিক ২০০০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, এমভি কর্ণফুলি এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন— এই চারটি জাহাজকে সেন্টমার্টিন রুটে চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের আরোপিত ১২ নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।’
তিনি আরও উল্লেখ করেন, নিরাপত্তার স্বার্থে এবার টেকনাফ নয়, বরং কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে জাহাজ ছেড়ে যাবে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নৌযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

সেন্টমার্টিনে রাত্রিযাপন করতে হলে পর্যটকদেরকে ১২ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ মন্ত্রণালয় এসব নির্দেশনা দেন।

পরিবেশ অধিদফতর কক্সবাজারের পরিচালক মো. জমির উদ্দিন জানান, প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না। কক্সবাজারের নুনিয়ারছড়া জেটি এবং সেন্টমার্টিন জেটিঘাটে পৃথক তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। জাহাজ চলাচলও থাকবে কঠোর নজরদারিতে।

আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel.

Written by Nadia Farha Mubin

Content Writer and Travel Enthusiast

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিলেট বিমানবন্দরে এখন ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা চালু

সিলেট বিমানবন্দরে এখন ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা চালু