করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলাচলে কঠোর বিধিনিষেধ থাকলেও জরুরি সেবা হিসেবে সীমিত আকারে পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
যে সকল ব্যক্তির জরুরি প্রয়োজনে পাসপোর্ট প্রয়োজন, তাদের আবেদনও জমা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি পূর্বের জমা দেওয়া আবেদনের বিপরীতে গ্রাহককে পাসপোর্টও সরবরাহ করা হচ্ছে।
পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, আন্তর্জাতিক ফ্লাইট লকডাউন এর মধ্যেও চালু রয়েছে। এজন্য অনেকেরই অতি জরুরি হিসেবে পাসপোর্ট নবায়ন ও ভিসা সংক্রান্ত ঝামেলা পোহাতে হতে পারে। এসব বিষয় মাথায় রেখে সীমিত আকারে পাসপোর্টের আবেদন ও সরবরাহ করা হচ্ছে।
এর অংশ হিসেবে জরুরি ও অতি জরুরি ক্যাটাগরিতে পাসপোর্টের আবেদন জমা নেওয়া হচ্ছে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী বলেন, ‘যারা নিজেদের জরুরি বিষয়টি প্রমাণ করতে পারছেন, কেবল তাদের আবেদনই গ্রহণ করা হচ্ছে।
পাশাপাশি যারা পাসপোর্ট অফিসে পৌঁছতে পারছেন, তাদের আবেদনের বিপরীতে পাসপোর্ট সরবরাহ করা হচ্ছে।’