ইতালি ভিসা আবেদনের জন্য সেই দেশে যেতে ইচ্ছুক বাংলাদেশীদের এখন থেকে আর আসল (অরিজিনাল) পাসপোর্ট জমা দিতে হবে না।
ভিএফএস গ্লোবাল, ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান, বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীরা এখন থেকে পাসপোর্টের ফটোকপি দিয়েই আবেদন করতে পারবে। তবে পরবর্তীতে ভিসা ইস্যু করার সময় আসল পাসপোর্ট জমা দিতে হবে।
ভিএফএস এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, ২৮ মে থেকে বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিবেন। আসল পাসপোর্ট অবিলম্বে আবেদনকারীদের ফেরত দেওয়া হবে। দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আবারো আসল পাসপোর্টের অনুরোধ করা হবে।
বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করুন ভিএফএস এর ওয়েবসাইটে।
আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel