in , , ,

ঈদে অতিরিক্ত ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ

ঈদে অতিরিক্ত ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আসন্ন কোরবানির ঈদে ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী এবং কক্সবাজার রুটে অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে।

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, “ঈদে অতিরিক্ত ফ্লাইটগুলোর মধ্যে সৈয়দপুরে ৪টি এবং রাজশাহী রুটে ৩টি ফ্লাইট চলবে।

“আর কক্সবাজারে যেহেতু ইদযাত্রা ছাড়াও অনেকেই ছুটি কাটাতে যান, সেখানে কতগুলো অতিরিক্ত ফ্লাইট চলবে, সেটি এখনও সিদ্ধান্ত হয়নি। শনি বা রবিবার সে বিষয়ে সিদ্ধান্ত হবে।”

শুক্রবার (২৩ মে) রাষ্ট্রায়ত্ব এ উড়োজাহাজ সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ঈদ উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত এসব ফ্লাইট পরিচালনা করার উদ্যোগ নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এরমধ্যে আগামী ২, ৫ ও ৬ জুন ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে, আগামী ২, ৩ ও ৫ জুন ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে এবং আগামী ৯ জুন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইটগুলো চলবে।

ইতোমধ্যে সংশ্লিষ্ট সিস্টেমে ফ্লাইটগুলোর সময়সূচি সংযুক্ত করা হয়েছে এবং বিক্রয়ের জন্য সব চ্যানেলে টিকেট উন্মুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান।

যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আউটলেট, সেলসসেন্টার, অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও কল সেন্টারের (১৩৬৩৬) মাধ্যমে টিকেট কিনতে পারবেন।

টিকেট পাওয়া যাবে আইএটিএ অনুমোদিত ব্রিটিশ বাংলা ট্র্রাভেলের মাধ্যমেও। টিকেট কিনতে মেসেজ করুন অথবা ওয়েবসাইট ভিসিট করুন।

আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel

Written by Nadia Farha Mubin

Content Writer and Travel Enthusiast

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

২১ মে থেকে নভোএয়ার ফ্লাইট ফের শুরু হবে

২১ মে থেকে নভোএয়ার ফ্লাইট ফের শুরু হবে