যান্ত্রিক সমস্যার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার আরাবিয়ার একটি শারজাহগামী ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ করে।
১১ জুন বিকেল সোয়া ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের এক ঘণ্টা পর এয়ার আরাবিয়ার ফ্লাইট ABY-515, ১৪৫ জন যাত্রী এবং সাতজন ত্রুসহ ভারতের জামশেদপুরের আকাশ থেকে ঢাকা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, বিমানবন্দরের নির্বাহী পরিচালক, একটি নিউজ পোর্টালকে
জানান, কেবিনের চাপের কারণে বিমানটি জরুরি অবতরণ করে।
তিনি আরও বলেন, “সকল যাত্রী ও ত্রু নিরাপদ আছেন। বিমানটি বর্তমানে শাহজালাল বিমানবন্দরের পার্কিং বেতে রাখা হয়েছে।”
বিমানবন্দর সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি উড্ডয়নের পরপরই জরুরি অবস্থা ঘোষণা করে। খবর পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবস্থা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়। পরে বিমানটি নিরাপদভাবে অবতরণ করা হয়।
আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel