করোনা ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রন’ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। ভাইরাসের নতুন এই প্রজাতিকে আরও বেশি ঝুঁকিবহুল বলে জানিয়েছে সংস্থাটি।
ভারতও ওমিক্রন নিয়ে ঝুঁকি নিতে নারাজ। ঝুঁকিপূর্ণ যে ১২টি দেশের তালিকা তৈরি করে ভারত সেখানে প্রথমে বাংলাদেশের নামও ছিল।
৩০ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, অনুরোধের প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়েছে কোভিড-১৯ নিয়ে ভারত যে লাল তালিকা করেছে, সেখান থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে।
এতদসত্বেও বাংলাদেশ-ভারত সীমান্তে এসেছে কড়াকড়ি।
এরই ধারাবাহিকতায় এশিয়ার দ্বিতীয়তম স্থলবন্দর বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ঘোজাডাঙা সীমান্তে কঠোর নির্দেশিকা জারি করেছে সেখানকার প্রশাসন, জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
জানা গেছে, ওমিক্রন সতর্কতায় বাংলাদেশ থেকে আসা বিভিন্ন পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা। কারো করোনা পজিটিভ থাকলে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কোয়ারেন্টাইনে। একইসঙ্গে আক্রান্ত ব্যক্তি ওমিক্রনে সংক্রমিত কি না তাও যাচাই করা হচ্ছে।
পাশাপাশি তাদের সম্পূর্ণ নাম, ঠিকানা এবং গুরুত্বপূর্ণ তথ্য নথিভুক্ত করা হচ্ছে। যাতে তাদের দ্রুত চিহ্নিত করা যায়।