in

কোয়ারেন্টাইন ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ করা যাবে

কোয়ারেন্টাইন ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পাবেন করোনার পূর্ণাঙ্গ টিকা নেওয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশের নাগরিকগণ। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। দেশে অবস্থানরত পরিবারের স্বজনদের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ দিতেই এ সিদ্ধান্ত বলেও জানানো হয়।

এতদিন শুধুমাত্র যুক্তরাজ্যে করোনা টিকা নেওয়া ব্যক্তিরা বিভিন্ন দেশ থেকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ছাড়াই যুক্তরাজ্য প্রবেশের অনুমতি পেলেও এই সিদ্ধান্তে শিথিলতা আনা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইইউর অনুমোদিত করোনার যে কোনো টিকা নেওয়া ব্যক্তিদের এখন থেকে আর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকছে না বলে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী গ্রান্ট শাপস। তবে যুক্তরাজ্য প্রবেশের আগে কিংবা যাওয়ার দুদিন পর নমুনা পরীক্ষা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

কোয়ারেন্টাইনে শিথিলতা আনা হয়েছে ১৮ এর কম বয়সীদের ক্ষেত্রেও। বয়স বিবেচনায় তাদের ক্ষেত্রে নমুনা পরীক্ষার প্রয়োজন নেই।

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওমরাহ করতে গেলে মানতে হবে যেসব শর্ত

ওমরাহ করতে গেলে মানতে হবে যেসব শর্ত

এশিয়ার ৫টি জনপ্রিয় স্থান

এশিয়ার ৫টি জনপ্রিয় স্থান