টার্কিশ এয়ারলাইনস বাংলাদেশের সঙ্গে ইউরোপের আকাশপথে সরাসরি যোগাযোগে বাড়তি ফ্লাইটের ঘোষণা দিয়েছে। তুরস্কের পতাকাবাহী এই বিমান সংস্থা আগামী ৭ জুলাই থেকে ঢাকা-ইস্তানবুল রুটে সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনা করবে।নতুন সময়সূচিতে সপ্তাহে প্রতিদিন একটি করে ফ্লাইটের পাশাপাশি রবি, বুধ ও বৃহস্পতিবার দুটি করে ফ্লাইট ঢাকা থেকে যাবে।
তার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজ গ্রীষ্মকালীন সূচির আওতায় প্রতিদিন সকাল ৬টা ৩৫ মিনিটে এবং রবি, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে। তার্কিশ এয়ারলাইনস বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক এজেন্ট এজাজ কাদরি বলেন, ‘ইউরোপ-আমেরিকা ও কানাডা প্রবাসী বাংলাদেশিরা স্বাচ্ছন্দ্যময় ভ্রমণে তার্কিশকে বেছে নেন।তার্কিশ এয়ারলাইনস বাংলাদেশে ১০ বছর ধরে যাত্রীবেসা দিচ্ছে। দশম বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবেই সপ্তাহে দশটি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছি আমরা।’