in

ঢাকায় ফ্লাইট বাড়ালো টার্কিশ এয়ারলাইনস

ঢাকায় ফ্লাইট বাড়ালো টার্কিশ এয়ারলাইনস

টার্কিশ এয়ারলাইনস বাংলাদেশের সঙ্গে ইউরোপের আকাশপথে সরাসরি যোগাযোগে বাড়তি ফ্লাইটের ঘোষণা দিয়েছে। তুরস্কের পতাকাবাহী এই বিমান সংস্থা আগামী ৭ জুলাই থেকে ঢাকা-ইস্তানবুল রুটে সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনা করবে।নতুন সময়সূচিতে সপ্তাহে প্রতিদিন একটি করে ফ্লাইটের পাশাপাশি রবি, বুধ ও বৃহস্পতিবার দুটি করে ফ্লাইট ঢাকা থেকে যাবে।

তার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজ গ্রীষ্মকালীন সূচির আওতায় প্রতিদিন সকাল ৬টা ৩৫ মিনিটে এবং রবি, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে। তার্কিশ এয়ারলাইনস বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক এজেন্ট এজাজ কাদরি বলেন, ‘ইউরোপ-আমেরিকা ও কানাডা প্রবাসী বাংলাদেশিরা স্বাচ্ছন্দ্যময় ভ্রমণে তার্কিশকে বেছে নেন।তার্কিশ এয়ারলাইনস বাংলাদেশে ১০ বছর ধরে যাত্রীবেসা দিচ্ছে। দশম বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবেই সপ্তাহে দশটি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছি আমরা।’

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আগামী মাসে ৯০ শতাংশ নেটওয়ার্ক পুনরুদ্ধার করবে এমিরেটস

ভ্লাদিমির পুতিনের বিমানে সোনায় মোড়ানো টয়লেট