in , ,

থাইল্যান্ড ই-ভিসা এখন বাংলাদেশিদের জন্য চালু

থাইল্যান্ড ই-ভিসা এখন বাংলাদেশিদের জন্য চালু

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ই-ভিসা নিয়ে সুখবর! 

১৬ ডিসেম্বর, সোমবার, ঢাকায় অবস্থিত থাইল্যান্ডের দূতাবাস এক বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছে, আগামী ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য সাধারণ পাসপোর্টে ই-ভিসা চালু করবে দেশটি। এখন থেকে সরকারি পাসপোর্টে আর থাই ভিসা লাগবে না। ১৯ ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই সরকারি পাসপোর্টে থাইল্যান্ড ভ্রমণ করা যাচ্ছে।

আবেদনকারীরা থাইল্যান্ড দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে, আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদনকারীরা ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের যাচাইকরণের জন্য সিস্টেমে পেমেন্ট ইনফো সামারিতে তার তথ্য দিতে হবে।

দূতাবাস জানিয়েছে, ই ভিসা চালুর প্রস্তুতির জন্য আগামী ২৪ ডিসেম্বর থেকে বিদ্যমান চারটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আবেদন গ্রহণ করা বন্ধ করে দেওয়া হবে।

আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel.

Written by Nadia Farha Mubin

Content Writer and Travel Enthusiast

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাপানের ভিসা পাওয়া এখন আরও সহজ

জাপানের ভিসা পাওয়া এখন আরও সহজ