বিমানসংস্থা ইউনাইটেড এয়ারলাইনস আসন্ন শীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যে প্রায় ১৫০টি ফ্লাইট চালু করবে।এসব ফ্লাইটের মাধ্যমে মূলত উষ্ণ আবহাওয়ার অঞ্চলগুলোতে যাত্রী পরিবহন করা হবে। পাশাপাশি মেক্সিকো, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সমুদ্র তীরবর্তী স্থানের উদ্দেশে উড়বে এসব উড়োজাহাজ।
শীতকালীন সময়সূচিতে তারা ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডার মতো স্থানে ফ্লাইট সংখ্যা বাড়াবে বলে উড়োজাহাজ পরিষেবা সংস্থাটি জানিয়েছে। বিশেষ করে মহামারীর আগে ২০১৯ সালে যে পরিমাণ ছিল তার চেয়েও বেশি হবে।
ইউনাইটেড এয়ারলাইনসের এ ঘোষণা ও নতুন পরিকল্পনার মাধ্যমে মহামারীর কারণে উড়োজাহাজ খাতে যে স্থবিরতা ছিল তা শিগগিরই কাটিয়ে ওঠা যাবে বলে ইংগিত দিচ্ছে। ডেল্টা এয়ারলাইনসও অভ্যন্তরীণ রুটে নতুন ফ্লাইটের সময়সূচি ঘোষণা করেছে।