in

বাংলাদেশসহ ৩ দেশে ফ্লাইট স্থগিত করল এমিরেটস এয়ারলাইন্স

বিমানসংস্থা এমিরেটস এয়ারলাইন্স বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত করেছে। দুবাই ভিত্তিক এয়ারলাইন্সটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে,আগামী ১৫ জুলাই পর্যন্ত এসব দেশ থেকে কোনো যাত্রী নেবে না।

এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, গত ১৪ দিনে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা হয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য সংযুক্ত হয়েছেন তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

তবে করোনার সাম্প্রতিক বিধি মেনে চলেছেন এমন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী ব্যক্তি এবং কূটনৈতিক মিশনের সদস্যগণদের প্রবেশের অনুমতি দেয়া হবে।গালফ নিউজ জানায়, এর আগে ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। এর একদিন পরই নতুন করে এই ঘোষণা দিল তারা।

গত সপ্তাহে আবুধাবি ভিত্তিক এয়ারলাইন্স ইতিহাদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে।

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেশে পৌঁছেছে ৪৫ লাখ ডোজ টিকা

দেশে পৌঁছেছে ৪৫ লাখ ডোজ টিকা

biman

প্রবাসীরা বিমানবন্দরেই পাবেন অভ্যন্তরীণ রুটের বিমানের টিকিট