in

বিমানের চাকার মধ্যে লুকিয়ে আফ্রিকা থেকে নেদারল্যান্ডস

বিমানের চাকার মধ্যে লুকিয়ে আফ্রিকা থেকে নেদারল্যান্ডস

দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফোল বিমানবন্দরে অবতরণ করা একটি বিমানের চাকার নিচে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে জীবিত পাওয়ার কথা জানিয়েছে নেদারল্যান্ডসের পুলিশ।

মালবাহী ওই বিমানটির জোহানেসবার্গ থেকে আমস্টারডামে পৌঁছাতে ১১ ঘণ্টা সময় লেগেছে বলে জানায় বিবিসি।

কেবল কেনিয়ার নাইরোবিতে বিমানটি একবার যাত্রাবিরতি করেছে।

বিমান উড্ডয়নের পর এত উচ্চতায় ঠান্ডা ও অক্সিজেন স্বল্পতা এবং দীর্ঘ সময়ের যাত্রায় ওই ব্যক্তির বেঁচে থাকা খুবই বিরল ঘটনা।

তার বয়স ও জাতীয়তা সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রয়্যাল ডাচ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানা হেলমন্ডস বলেন, বিমানটির নোজ হুইলের অংশে লোকটিকে জীবিত পাওয়া গেছে।

তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

করোনায় আক্রান্ত হচ্ছেন বিমানের পাইলট ও কেবিন ক্রুরা

করোনায় আক্রান্ত হচ্ছেন বিমানের পাইলট ও কেবিন ক্রুরা

৪৮ ঘণ্টা আগে নেগেটিভ হলেও বিমানবন্দরে এসে পজিটিভ

৪৮ ঘণ্টা আগে নেগেটিভ হলেও বিমানবন্দরে এসে পজিটিভ