মরক্কোর সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছে দখলদার ইসরায়েল আগামী জুলাই থেকে উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কোর সঙ্গে সরাসারি বিমান চলাচল ইহুাদিবাদী দেশ দখলদার ইসরায়েল।
ইতোমধ্যে এ খবর প্রকাশিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে। দখলদার ইসরায়েলের আল-য়াল এয়ারলাইন্স তেল আবিব থেকে মরক্কোর রাজধানী রাবাতে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে বলে প্রতিবেদনে প্রকাশিত বলা হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ‘আল-ইসরাইলু বিল আরাবিয়া’ নামক একটি আরবি টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে বলা হয়েছে, ইসরায়ার এবং আরকিয়া কোম্পানিতে আল-য়াল এয়ারলাইন্স যোগ দেবে এবং তারা মরক্কোতে বিমানের বিপণন শুরু করবে।