সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের জন্য বিটিসিএলের ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা চালু করা হয়েছে। খুব শিগগিরই পুরো বিমানবন্দর এলাকায় সবার জন্য ফ্রি ওয়াইফাই উন্মুক্ত করা হবে।
গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, “বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের নির্বিঘ্ন যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে বিমানবন্দরে এই সেবা চালু করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই পুরো বিমানবন্দর এলাকা ফ্রি ওয়াইফাই সেবার আওতায় আসবে।”
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel.

