বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সেন্টমার্টিনে, গত ১ ডিসেম্বর থেকে রাত্রিযাপন পুনরায় চালু হয়েছে।
নভেম্বর মাসে শুধু দিনের বেলা ভ্রমণের অনুমতি থাকার পর, এখন থেকে রাত্রিযাপনের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। ১ ডিসেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই অনুমতি বহাল থাকবে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘নভেম্বর মাসে রাত্রিযাপনের সুযোগ না থাকায় পর্যটকেরা দ্বীপে যেতে আগ্রহ দেখাননি। ফলে জাহাজ চলাচলও বন্ধ ছিল। তবে ১ ডিসেম্বর থেকে রাত্রিযাপনের অনুমতি থাকায় পর্যটকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, এবং সেই অনুযায়ী জাহাজ চলাচল শুরু হবে।’
প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টার মধ্যে, কক্সবাজারের নুনিয়াছড়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজগুলো ছেড়ে যাবে। এবং পর্যটকদের রেখে, একইদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে জাহাজগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ফিরে আসবে। এতেকরে পর্যটকরা রাত্রিযাপন করে পরেরদিন বিকাল ৩টায় ফিরতে পারবেন।
Bangladesh Tourism Board-এর online portal থেকে, QR code সংবলিত টিকিট সংগ্রহ করে, দৈনিক ২০০০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।
সেন্টমার্টিনে রাত্রিযাপন করতে হলে পর্যটকদেরকে ১২ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ মন্ত্রণালয় এসব নির্দেশনা দেন।
পরিবেশ অধিদফতর কক্সবাজারের পরিচালক মো. জমির উদ্দিন জানান, প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না। কক্সবাজারের নুনিয়ারছড়া জেটি এবং সেন্টমার্টিন জেটিঘাটে পৃথক তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। জাহাজ চলাচলও থাকবে কঠোর নজরদারিতে।
আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel.

