বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিতের তারিখ ১ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১ মার্চ নির্ধারণ করেছে।
বিমান সংকট, আসন্ন হজ কার্যক্রমের প্রস্তুতি, বিমানের বিদ্যমান দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা দক্ষতা নিশ্চিত করার প্রয়োজনীয়তাস্বরূপ প্রথমে ১ ফেব্রুয়ারি থেকে বিমান ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
তখন যাত্রীদের ক্ষতিপূরণ ও বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা–লন্ডন রুটে ভ্রমণ, ফ্লাইটের তারিখ পরিবর্তন এবং টিকিট ফেরত সহ অন্যান্য সুবিধা বিমানের বিদ্যমান নীতি অনুযায়ী প্রদান করা হবে বলে জানানো হয়েছিল।
ইতোমধ্যে টিকিট কেনা যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে বিমান তাদের আগের সিদ্ধান্ত পর্যালোচনা করে স্থগিতাদেশ এক মাস পিছিয়েছে বলে ৬ জানুয়ারি দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে।
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি যাত্রীদের সহায়তার জন্য ঢাকা ও লন্ডনের বিক্রয় অফিস, কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা অনুমোদিত এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বিমান যাত্রীদের সহযোগিতা কামনা করেছে এবং ম্যানচেস্টার রুট পুনরায় চালু হলে সে বিষয়ে যথাসময়ে ঘোষণা দেওয়ার আশ্বাস দিয়েছে।
আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel.

