২২ আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছিলেন আফগানিস্তানে আটকে পড়া ২৭ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগের কথা।
মন্ত্রীর থেকে এমন ঘোষণা পাবার পর স্বস্তি ফিরেছিল তাদের মনে। মঙ্গলবার জাতিসংঘের উদ্যোগে একটি বিশেষ ফ্লাইটে প্রথম ধাপে দেশে ফেরার কথা ছিল ৯ বাংলাদেশির।
কিন্তু কাবুল বিমানবন্দরের ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ছিনতাই হওয়ার খবরে আর দেশে ফেরা হয়নি তাদের।
দুপুর ৩টা নাগাদ সব কিছু গুছিয়ে যাত্রা করেন কাবুল বিমানবন্দরের উদ্দেশ্যে।
কিন্তু মাঝপথে যাত্রীসহ ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে খবর এলো বিমানবন্দর থেকে। এমন খবরে তোলপাড় আফগানিস্তান জুড়ে। আর নিরাপত্তা সংকটের দেখিয়ে বাতিল হলো ফ্লাইট। শেষ পর্যন্ত আফগানিস্তান থেকে দেশে ফেরা হলো না ৯ বাংলাদেশির।