সশস্ত্র গোষ্ঠী তালেবান দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পরেও আফগান নারীরা কাজে ফিরতে শুরু করেছেন।ক্ষমতা গ্রহণের পর শুরু থেকেই তালেবানের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে এবং নারীদেরও কাজে যোগ দিতে বলা হয়েছে।
নারীরা হিজাব পরে বাইরে বের হতে পারবেন এবং নিজেদের কর্মক্ষেত্রেও ফিরতে পারবেন বলে সংগঠনের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছে।
তালেবানের এমন আশ্বাস পাওয়ার পর এখন কাজে ফেরার সাহস পাচ্ছেন অনেক নারীরাই। তালেবান আফগানিস্তান দখলের আগে বিমানবন্দরে কাজ করতেন রাবিয়া জামাল নামের এক নারী। তালেবান নতুন সরকার গঠনের পর তিনি এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।
তিনিও আবারও কাজে ফিরেছেন। তিন সন্তানের এই মা এই নারী বলছেন, তার আসলে আর কিছুই করার নেই।
রাবিয়া বলেন, আমার পরিবারের জন্য আমাকে অর্থ উপার্জন করতে হবে। গাঢ় নীল রংয়ের বোরকা পরে মুখ ঢেকে রেখেছেন তিনি। তিনি বলেন, বাড়িতে বসে থেকে আমার খুব চিন্তা হচ্ছিল। আমার খুব খারাপ লাগছিল।