in , ,

চীনে প্রবেশ করতে এখন লাগবে অ্যারাইভাল কার্ড

চীনে প্রবেশ করতে এখন লাগবে অ্যারাইভাল কার্ড

চীনে ভ্রমণের আগে সকল বিদেশি ভ্রমণকারীদের অনলাইনে অ্যারাইভাল কার্ড পূরণ বাধ্যতামূলক করেছে চীনা সরকার।

গত ২০ নভেম্বর থেকে চায়নার National Immigration Administration (NIA) এই ডিজিটাল এরাইভাল কার্ড সিস্টেম চালু করে, যা তিন দশক ধরে চলা কাগজের ফর্ম পদ্ধতির পরিবর্তন এনেছে।

বাংলাদেশের এয়ারলাইন্সগুলোকে এক চিঠিতে বিষয়টি তারা জানায়, দ্রুত ইমিগ্রেশন নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যাত্রীরা NIA-এর ওয়েবসাইট, অথবা ‘NIA 12367’ অ্যাপের মাধ্যমে, প্রয়োজনীয় বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করতে পারবেন।

যারা আগে থেকে পূরণ করতে পারবেন না, তারা বিমানবন্দরে পৌঁছে সেলফ-সার্ভিস কিয়স্কে বা QR কোড স্ক্যান করে পূরণ করতে পারবেন। এতে ইমিগ্রেশন সময় ২-৩ মিনিট কমে যাবে।

এ নিয়ম চায়না ফরেইন পার্মানেন্ট রেসিডেন্ট আইডি হোল্ডার, হংকং–ম্যাকাও নন–চায়নিজ রেসিডেন্টদের মেইনল্যান্ড ট্রাভেল পারমিটধারী, গ্রুপ ভিসা বা গ্রুপ ভিসা–ফ্রি যাত্রী, ২৪ ঘণ্টার মধ্যে বিমানবন্দরের রেস্ট্রিকটেড এরিয়া না ছাড়লে ট্রানজিট যাত্রী, একই ক্রুজশিপে এসে একই পথে ফিরে যাওয়া যাত্রী এবং বিদেশি পরিবহন–সংশ্লিষ্ট ক্রুদের জন্য প্রযোজ্য নয়।

আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel.

Written by Nadia Farha Mubin

Content Writer and Travel Enthusiast

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিসেম্বরে ঢাকা–করাচি রুটে ফ্লাইট চালু হচ্ছে

ডিসেম্বরে ঢাকা–করাচি রুটে ফ্লাইট চালু হচ্ছে