গন্তব্যে রওনা হওয়ার আগে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ককপিটে ঢুকে ভাঙচুর এবং বিমানের ক্ষতি করায় হন্ডুরাস বিমানবন্দরে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
হন্ডুরাস বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামির উদ্দেশ্যে ওই ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল।
বিমানটিতে ছিল ১২১ জন যাত্রী ও ৬ ক্রু সদস্য।
আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, হন্ডুরাসে যাত্রীদের বিমানে উঠানোর সময় এক যাত্রী ফ্লাইটের ককপিটে ঢুকে যায় এবং ভাঙচুর চালায়।
এতে ফ্লাইটের কন্ট্রোল সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়।
ওই সময় ফ্লাইট ক্রুরা তাকে থামানোর চেষ্টা করেন এবং পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে।
যদিও তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর পরিচয় জানা যায়নি। তাছাড়া, এ ঘটনায় কেউ আহতও হয়নি।