সিঙ্গাপুর এয়ারলাইন্স ঢাকা থেকে দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন রুটে এয়ার টিকিটে বিশেষ ছাড় ঘোষণা করেছে। এই অফারটি নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট রুটের ফ্লাইটের জন্য প্রযোজ্য হবে।
সম্প্রতি যাত্রীদের জন্য দেওয়া এই ছাড়ের আওতায়, সিট থাকা সাপেক্ষে যেকোনো সময় টিকিট কাটা যাবে। তবে যাত্রীদের অবশ্যই ২০২৬ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যে ভ্রমণ সম্পন্ন করতে হবে।
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, ঢাকা থেকে বাংলাদেশের যাত্রীরা সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন গন্তব্যে সহজে ঘুরে আসতে পারবেন। এই অফারের আওতায়, যাত্রীরা থাইল্যান্ডের ফুকেটের রিটার্ন টিকিট পেতে পারবেন মাত্র ৪১,৪১৭ টাকায়, মালয়েশিয়ার কুয়ালালামপুরের জন্য ৩৮,৭৯১ টাকা, ইন্দোনেশিয়ার বালির জন্য ৫১,১৭০ টাকা এবং সিঙ্গাপুরের জন্য ৪৪,৫৫৩ টাকায় টিকিট কিনতে পারবেন।
অস্ট্রেলিয়া ভ্রমণকারীদের জন্য মেলবোর্নের ভাড়া ১,১৭,৫৭১ টাকা এবং সিডনির রিটার্ন টিকিট ১,১৮,৬২৬ টাকায় পাওয়া যাবে।
এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট কাটার সময় সিট থাকা সাপেক্ষে এই ছাড় পাওয়া যাবে। তবে একবার টিকিট কাটার পর যদি যাত্রী ক্যান্সেল করেন, তাহলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না। এছাড়া, টিকিটে নাম পরিবর্তন বা যাত্রার তারিখ পরিবর্তনের সুযোগ নেই।
শুধুমাত্র বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে যাত্রা শুরু করার ক্ষেত্রে যদি ভিসা আবেদন বাতিল হয়, তাহলে যাত্রীদের পুরো টিকিটমূল্য ফেরত দেওয়া হবে, তবে এর জন্য প্রয়োজনীয় অফিসিয়াল কাগজপত্র সিঙ্গাপুর এয়ারলাইন্সে জমা দিতে হবে।
এই টিকিটে ভ্রমণের সময় যাত্রীরা ২৫ কেজি চেক-ইন ব্যাগেজ এবং ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ নিয়ে যেতে পারবেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট বাংলাদেশের যেকোনো ব্যাংকের আন্তর্জাতিক (ডুয়েল কারেন্সি) ডেবিট কিংবা ক্রেডিট কার্ড দিয়ে কেনা যাবে।
আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel