ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে। আগামী ১৮ জুন থেকে তাদের এই কার্যক্রম শুরু হচ্ছে। করোনা মহামারিকালীন বিধিনিষেধের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে সপ্তাহে একদিন এ রুটে ফ্লাইট পরিচালিত হবে।
বুধবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মোহাম্মদ কামরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলার ফ্লাইট প্রতি শুক্রবার দুবাই থেকে ঢাকার উদ্দেশে রাত ১০ টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৫টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে দুবাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে।
প্রত্যেক যাত্রীকে কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণের বাধ্যবাধকতা রয়েছে