in

আফগানিস্তানের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনো যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে আটকে পড়াদের ফেরাতে কোনো সংস্থা থেকে সুনির্দিষ্ট বা আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি।

সোমবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল সময় সংবাদকে বলেন, বিভিন্ন জন ফোন করছে, খবর নিচ্ছে এবং বিভিন্নজন আফগানিস্তানে ফ্লাইট পরিচালনা করতে বলছে। তবে কোন বিমানকে দেশ বা সংস্থা থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান আটকে পড়াদের মারফতে ততৃীয় কোনো পক্ষের মাধ্যমে বিষয়টি আলোচনায় এলেও বিমান এখনও আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি।

প্রস্তাব পেলে বাংলাদেশ বিমান আফগানিস্তানে ফ্লাইট পরিচালনা করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে টেকনিক্যাল বেশ কিছু বিষয় আছে। সেখানকার রাজনৈতিক পরিস্থিতি আছে। ভূরাজনৈতিক অবস্থা এসব বিষয় বিবেচনায় নিতে হবে। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আনুষঙ্গিক বিষয় পরীক্ষা নিরীক্ষা করছি।’

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

People falling off aircraft kabul

কাবুলে উড়ন্ত বিমান থেকে পড়ছে মানুষ

কাবুল থেকে যাওয়া মার্কিন উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ