in ,

আফ্রিকার ৫ দেশে ফের ফ্লাইট শুরু এমিরেটসের

আফ্রিকার ৫ দেশে ফের ফ্লাইট শুরু এমিরেটসের

এমিরেটস এয়ারলাইন্স পুনরায় আফ্রিকার ৫টি দেশ ইথিওপিয়া, তানজানিয়া, কেনিয়া, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকায় শনিবার থেকে তাদের ফ্লাইট কার্যক্রম শুরু করেছে।

ইথিওপিয়ার আদ্দিস আবাবা, তানজানিয়ার দারেস সালাম, কেনিয়ার নাইরোবী, জিম্বাবুয়ের হারারে এবং দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ, কেপটাউন ও ডারবানে চলাচল করছে এমিরেটসের ফ্লাইটগুলো।

২৯ জানুয়ারি থেকে জোহান্সবার্গে দৈনিক ১টি এবং ১ ফেব্রুয়ারি থেকে দৈনিক ২টি করে ফ্লাইট চলাচল করবে।

এমিরেটস ১ ফেব্রুয়ারি থেকে কেপ টাউন এবং ডারবানে দৈনিক ফ্লাইট পরিচালনা করবে।

২৯ জানুয়ারী থেকে নাইরোবিতে সপ্তাহে ১০টি, আদ্দিস আবাবায় ৩০ জানুয়ারি থেকে দৈনিক ১টি, ৩০ জানুয়ারি থেকে দারেস সালামে সপ্তাহে ৫টি এবং হারারেতে ৩০ জানুয়ারি থেকে লুসাকা লিংকড সার্ভিসের সাহায্যে সপ্তাহে ৬টি ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

আফ্রিকার এ সব দেশগুলো থেকে দুবাই আগমনকারী যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষা করাতে হবে।

দুবাই আগমনের পর তারা অতিরিক্ত আরও একটি পিসিআর পরীক্ষার সম্মুখীন হবেন এবং ফলাফল না পাওয়া পর্যন্ত যাত্রীরা সেলফ-কোয়ারেন্টিনে থাকবেন।

দুবাই হয়ে অন্যান্য গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের ঐ সকল দেশের সকল নিয়ম নীতি পালন ও চাহিদা পূরণ করতে হবে।

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দুই ইসরাইলি যাত্রীর কারণে মাঝ পথ থেকে ফিরে এলো বিমান

দুই ইসরাইলি যাত্রীর কারণে মাঝ পথ থেকে ফিরে এলো বিমান

শারজাহ-চট্টগ্রামে রুটে চালু হলো বিমানের ফ্লাইট

শারজাহ-চট্টগ্রাম রুটে চালু হলো বিমানের ফ্লাইট