in

আরব আমিরাতের সঙ্গে চালু হচ্ছে ৬ দেশের ফ্লাইট

ভারত, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও নামিবিয়াসহ মোট ছয়টি দেশের সঙ্গে শর্ত সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট চলাচল শুরু হতে হচ্ছে। শনিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আফ্রিকার পাঁচটি দেশ আগামী ২১ জুন থেকে এবং ২৩ জুন থেকে আমিরাত সরকার অনুমোদিত দুই ডোজ করোনা টিকা গ্রহণ করেছেন, ভারতের এমন যাত্রীদের বিভিন্ন শর্তে সাপেক্ষে আমিরাতে প্রবেশের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

শর্তে আরও বলা হয়েছে, ৪৮ ঘণ্টা আগের করোনাভাইরাসের নেগেটিভ সনদ (অবশ্যই বারকোড সম্বলিত) নিয়ে আমিরাতে প্রবেশ করে বিমানবন্দরে পিসিআর টেস্ট করতে হবে। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে রিপোর্ট আসার আগ পর্যন্ত। কেবল মাত্র নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর নিজ নিজ বাসায় ফিরতে পারবেন যাত্রীরা।

তবে, আমিরাতের নাগরিক ও কূটনীতিক মিশনের যাত্রীদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক হলেও কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নয়।

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১৮ জুন চালু হচ্ছে দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট

১৮ জুন চালু হচ্ছে দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট

আগামী মাসে ৯০ শতাংশ নেটওয়ার্ক পুনরুদ্ধার করবে এমিরেটস