in , , ,

কাতার এয়ারওয়েজ ইউরোপ-আমেরিকায় বিশেষ ভাড়ার ঘোষণা

কাতার এয়ারওয়েজ ইউরোপ-আমেরিকায় বিশেষ ভাড়া ঘোষণা

কাতার এয়ারওয়েজ, মধ্যপ্রাচ্যভিত্তিক উড়োজাহাজ সংস্থা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা রুটের প্লেনের রিটার্ন টিকিটে বিশেষ ভাড়ার ঘোষণা দিয়েছে। তবে তারা সাথে একটি শর্ত জানিয়েছে, এই বিশেষ ভাড়ায় যাতায়াত করা যাবে ২০২৪ সালের মধ্যে শুধু সুনির্দিষ্ট তারিখের মধ্যেই।

গতকাল, বুধবার (১৫ মে), কাতার এয়ারওয়েজ জানায়, আকাশপথের যাত্রাকে আরও আনন্দময় করতে যাত্রীদের জন্য এই বিশেষ ভাড়া ঘোষণা করা হয়েছে। যাত্রীরা ইকোনমি ক্লাসে সর্বনিম্ন ৮৫ হাজার টাকায় ভ্রমণ করতে পারবেন। তবে শুধু কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমেই টিকিট কাটা যাবে।

এয়ারওয়েজটি আরও জানায়, বিশেষ ভাড়ায় গ্রিসের মাইকোনোসে ১ লাখ ১৮ হাজার ৭৫০, কাতারের দোহায় ১ লাখ ২৪ হাজার ৮৪০, স্পেনের মালাগায় ১ লাখ ৪৫ হাজার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১ লাখ ২৩ হাজার ৮৫৬, পাকিস্তানের লাহোরে ২ লাখ ২ হাজার, জার্মানির ফ্রাংকফুর্টে ১ লাখ ৯ হাজার ৯৩২ টাকায় রিটার্ন টিকিট পাওয়া যাবে।

এছাড়া জর্দানের আম্মানে ১ লাখ ৩০ হাজার, যুক্তরাজ্যের লন্ডনে ১ লাখ ১৮ হাজার ৫১৮, ইতালির রোম ৮৭ হাজার ৫১৪, কুয়েত ৮৫ হাজার, যুক্তরাষ্ট্রের বোস্টন ১ লাখ ৩৭ হাজার, লস এঞ্জেলসে ১ লাখ ৫৫ হাজার টাকায় রিটার্ন টিকিট কাটা যাবে।

কাতার এয়ারওয়েজ রিটার্ন টিকিটে বিশেষ ভাড়ার সাথে কিছু শর্ত জুড়িয়ে দিয়েছে। তারা জানায়, বিভিন্ন উৎসবসহ ব্ল্যাকআউটের দিনগুলোতে অফারের টিকিট পাওয়া যাবে না। এছাড়া শিশু ও নবজাতকের ভাড়ার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।

আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel

Written by Nadia Farha Mubin

Content Writer and Travel Enthusiast

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিমানের হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে শুরু

বিমানের হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে শুরু

পতেঙ্গাকে কক্সবাজারের মতো সাজানো হবে

পতেঙ্গাকে কক্সবাজারের মতো সাজানো হবে