in

কুয়েত বিমানবন্দরে ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে

তরুণদের জন্য ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালটি। সম্প্রতি এ কথা জানান দেশটির গণপূর্তমন্ত্রী রানা আল ফারেস।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার উদ্ধৃতি অনুসারে, তিনটি ধাপে শেষ হবে নতুন টার্মিনাল-২ নির্মাণকাজ। প্রথম ধাপে ৫৪ শতাংশ কাজ এর মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আল ফারেস।

কুয়েতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন আল ফারেস। তিনি বলেন, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) নীতি অনুযায়ী পরিষেবার ক্ষেত্রে আমরা প্রকল্পটিকে এ গ্রেড র‍্যাংকিংয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, টার্মিনালের নির্মাণকাজ শেষ হলে এখানে পাঁচ হাজার গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে।সেই সঙ্গে বছরে সেবা প্রদান করা সম্ভব হবে আড়াই কোটি যাত্রীকে।পাশাপাশি ট্রানজিট এলাকায় একটি আধুনিক হোটেল ছাড়াও একই সঙ্গে ৫১টি উড়োজাহাজের জন্য ৩০টি নির্দিষ্ট সেতু থাকবে বলেও জানান তিনি।

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কুয়েতে সরাসরি ফ্লাইট বন্ধ, ট্রানজিট নিয়ে যাচ্ছে অনেকে

umarh hazz

হজে যেতে প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিতরা অগ্রাধিকার পাবেন