in

পোশাকের কারণে প্লেনে উঠতে বাধার মুখে তরুণী

ছোট পোশাক পরার জন্যে এক তরুণীকে বিমানে উঠতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ইসাবেল ইলিয়েনোর নামে ওই তরুণী পেশায় একজন মডেল। অস্ট্রেলিয়ান বিমানসংস্থা জেস্টারের একটি যাত্রীবাহী বিমানে তাকে পোশাকের কারণে উঠতে বাধা দেওয়া হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসাবেল বিমানকর্মীদের আচরণে অপমানিত’ বোধ করেছেন।

ইসাবেল জানান, গোল্ড কোস্ট থেকে স্বামীর সঙ্গে মেলবোর্নে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সেদিন তিনি পরেছিলেন কালো রঙের একটি ক্রপ টপ আর নীল রঙের জিন্স। বিমান কর্মীরা ইসাবেলকে ক্রপ টপের ওপর একটা জ্যাকেট পরতে বলেন। তার কাছে জ্যাকেট নেই জানালে ইসাবেলকে একটি জ্যাকেট এনে দেন তারা।

ঘটনাটি চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘটলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মুখ খুলেছেন তিনি।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসাবেল লিখেছেন, বিমানে উঠার পর আমাকে সব যাত্রীদের সামনে দাঁড় করিয়ে বিমান কর্মীরা আমার শরীর ঢেকে দেওয়ার মতো কিছু খুঁজতে থাকেন। পরে আমি তাদের দেওয়া জ্যাকেট পরে আমার আসনের বসি। এ ধরনের ঘটনা অপমানজক।

অবশ্য পরে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন জেস্টার কর্তৃপক্ষ।

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো এমিরেটস

বাংলাদেশে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো এমিরেটস

Bangladeshi passport

‘অতি জরুরি প্রয়োজন’ হলে পাসপোর্টের আবেদন নেওয়া হচ্ছে