in

ভারতের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের মেয়াদ বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত

ভারত সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। করোনার সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ ) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে ডিজিসিএ ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করেছিল । করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের শঙ্কায় ফ্লাইট বাতিলের সময়সীমা ফের বাড়াল দেশটি।

ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের ওপরে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হলো। তবে পণ্যবাহী বিমানগুলোর পাশাপাশি এয়ার বাবল ও বন্দে ভারত মিশনের অন্তর্ভুক্ত বিমানগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এশিয়ার ৫টি জনপ্রিয় স্থান

এশিয়ার ৫টি জনপ্রিয় স্থান

যে কারণে বিমানে হাফপ্যান্ট না পরার পরামর্শ দিলেন বিমানকর্মী