মহামারির প্রকোপের কারণে ২৮ জুলাই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে ফ্লাইট চলাচল স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।
তবে মালবাহী কার্গো ফ্লাইট এবং বাণিজ্যিক ও ব্যক্তিগত ফ্লাইটসমূহ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আমিরাতের বিমান সংস্থা এক বিবৃতিতে বলেছে, গত ১৪ দিন উল্লেখিত চারটি দেশের যেকোনও একটিতে অবস্থান করছিলেন এমন যাত্রীরা সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করার অনুমতি পাবেন না এবং ২৮ জুলাই পর্যন্ত এই চার দেশের সঙ্গে এমিরেটসের ফ্লাইট চলাচল স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।
তবে সংযুক্ত আরব আমি’রাতের নাগরিক, দেশটির গোল্ডেন ভিসাধারী এবং কূটনৈতিক মিশনের সদস্য; যারা কোভিড-১৯ এর হালনাগাদ বিধি-নিষেধ মানছেন তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন এবং আমিরাত ভ্রমণের সুযোগ পাবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ফ্লাইট চলাচল শুরু হলে যেসব যাত্রীর ফ্লাইট বাতিল অথবা মহামারি সম্প’র্কিত বিধি-নিষেধের কারণে নির্দিষ্ট কিছু রুটে ফ্লাইট চলাচল স্থগিত হওয়ায় আটকে পড়েছেন এবং তাদের কাছে এমিরেটসের টিকেট রয়েছে, তারা অগ্রাধিকার পাবেন।