in

দুই দশক পর বগুড়া বিমানবন্দরে বিমান ওড়ানোর উদ্যোগ

দুই দশক পর বগুড়া বিমানবন্দরে বিমান ওড়ানোর উদ্যোগ

অবকাঠামো নির্মাণের প্রায় দুই দশক পর বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে চার সদস্যের একটি কমিটি করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

কমিটির সদস্যরা আগামী রবিবার বিমানবন্দর এলাকা পরিদর্শন করে একটি প্রতিবেদন দেবেন।

বেবিচক পরিচালক (প্রশাসন) যুগ্মসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করতে চার সদস্যের যে কমিটি হয়েছে, তাতে আহ্বায়ক করা হয়েছে উপপরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা) ইশরাত জাহান পান্নাকে।

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব অনুপ কুমার তালুকদার স্বাক্ষরিত আরেক চিঠিতে বলা হয়েছে, ‘বাণিজ্যিকভাবে বগুড়া বিমানবন্দর চালুকরণের বিষয়ে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলুর প্রস্তাবনার আলোকে সম্ভাব্যতা যাচাইপূর্বক স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদনসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

 

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

শারজাহ-চট্টগ্রামে রুটে চালু হলো বিমানের ফ্লাইট

ঢাকা-রাশিয়া ফ্লাইট চালু হতে যাচ্ছে