in

ভারত-বাংলাদেশের মধ্যে বিমান চলাচলের নতুন তারিখ ঘোষণা

biman bangla

আগামী ৪ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে এয়ারবাবল চুক্তির আওতায় দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে। ভারতের সঙ্গে ফ্লাইট চলাচলের বিষয়টি শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিশ্চিত করেছে।
বেবিচকের একটি সূত্র জানায়, ভারত বাংলাদেশকে এয়ারবাবল চুক্তির প্রস্তাব দিয়েছিল । এর অধীনে বেবিচক তাদেরকে একটি চিঠি পাঠায়। সেই চিঠির উত্তরে ভারত ফ্লাইট পরিচালনার তারিখ ঘোষণা করে।

বেবিচক জানায়, বাংলাদেশ বা ভারতে অবতরণের পর তৃতীয় কোনো দেশে যেতে পারবে না এতে দুই দেশের যাত্রীরা।

এর আগে, ২২ আগস্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতে সঙ্গে ফ্লাইট চালু করতে যাচ্ছে বলে জানিয়েছিল। বিমান প্রাথমিকভাবে প্রতি রোববার ও বুধবার ঢাকা-দিল্লি-ঢাকা রুটে দুটি ফ্লাইট এবং রোববার ও মঙ্গলবার ঢাকা-কলকাতা-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করেছিল।

কিন্তু পরে এই সিধান্ত বাতিল হয়ে যায়। এরপর আবারও শুরু হয় তোড়জোর।
যার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামি ৪ সেপ্টেম্বর থেকে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচলের শুরু হওয়ার কথা জানায়।

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিমান ছিনতাই নিয়ে মত পাল্টালো ইউক্রেন, কিন্তু কেন?

বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ আর নেই