in

ভিয়েতনাম বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান চলাচলে আগ্রহী

করোনায় আক্রান্ত হচ্ছেন বিমানের পাইলট ও কেবিন ক্রুরা

দুই দেশের জনগণ ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে হ্যানয়-ঢাকা-হ্যানয় রুটে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে ভিয়েতনাম।
বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চেইন মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান।
ভিয়েতনামের মুক্তির সংগ্রামে দেশটির জনগণের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ভিয়েতনাম দুটি দেশই মুক্তির জন্য দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েছে।
আকাশ পথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হলে এই দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিমানের কক্সবাজার-সৈয়দপুর উদ্বোধনী ফ্লাইটে ১৫ শতাংশ মূল্যছাড়

বিমানের কক্সবাজার-সৈয়দপুর উদ্বোধনী ফ্লাইটে ১৫ শতাংশ মূল্যছাড়

দেড় বছর পর ১৫ অক্টোবর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

দেড় বছর পর ১৫ অক্টোবর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত