in

মরক্কোর সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছে দখলদার ইসরায়েল

মরক্কোর সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছে দখলদার ইসরায়েল আগামী জুলাই থেকে উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কোর সঙ্গে সরাসারি বিমান চলাচল ইহুাদিবাদী দেশ দখলদার ইসরায়েল।

ইতোমধ্যে এ খবর প্রকাশিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে। দখলদার ইসরায়েলের আল-য়াল এয়ারলাইন্স তেল আবিব থেকে মরক্কোর রাজধানী রাবাতে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে বলে প্রতিবেদনে প্রকাশিত বলা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ‘আল-ইসরাইলু বিল আরাবিয়া’ নামক একটি আরবি টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে বলা হয়েছে, ইসরায়ার এবং আরকিয়া কোম্পানিতে আল-য়াল এয়ারলাইন্স যোগ দেবে এবং তারা মরক্কোতে বিমানের বিপণন শুরু করবে।

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চলন্ত বিমান থেকে লাফিয়ে পড়লেন যাত্রী

চলন্ত বিমান থেকে লাফিয়ে পড়লেন যাত্রী

দেশে পৌঁছেছে ৪৫ লাখ ডোজ টিকা

দেশে পৌঁছেছে ৪৫ লাখ ডোজ টিকা