in

যাত্রীদের জন্য ফি দ্বিগুণ করছে লন্ডনের হিথরো বিমানবন্দর

heathrow airport london

যাত্রীদের বিমানবন্দর ব্যবহারের ফি দ্বিগুণ করা নিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইনগুলোর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ এ বিমানবন্দর ব্রিটিশ করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় ঋণের বোঝা থেকে ঘুরে দাঁড়াতে ফি দ্বিগুণ করেছিল ।

ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, আগামী বছর থেকে দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে বিমানবন্দর ব্যবহারের ফি বাবদ ৬৭ পাউন্ড ৮৬ সেন্ট চার্জ করার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এ ফির পরিমাণ ৩৮ পাউন্ড ৩৩ সেন্ট।

ভার্জিন আটলান্টিক বলছে, অন্যান্য ফির সঙ্গেই এ ফি বৃদ্ধি করা হয়েছে। ফ্লোরিডার উদ্দেশে যাত্রা করা চারজনের একটি পরিবারের ক্ষেত্রে অতিরিক্ত ২০০ পাউন্ড ব্যয় হতে পারে।

ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, মুদ্রস্ফীতি ফিরে আসতে পারে বলে শুনেছি। তবে এটি হাস্যকর।
তিনি আরো বলেন, এটি হতাশাজনক যে হিথরোর অংশীদাররা যাত্রীদের খরচে তাদের কভিডকালীন ক্ষতি পুনরুদ্ধার করতে চাইছেন।

বিমান পরিবহন খাতে ইউরোপের সবচেয়ে ধীরগতির পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করছে যুক্তরাজ্য।
যাত্রীদের থেকে উচ্চ ফি গ্রহণের মাধ্যমে এটি আগের অবস্থানে ফিরে যাবে না।

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

us bangla

নভেম্বর থেকে মালদ্বীপে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

যশোর–কক্সবাজার রুটে চলছে ইউএস বাংলার ফ্লাইট

যশোর–কক্সবাজার রুটে চলছে ইউএস বাংলার ফ্লাইট