in

যাত্রী মাস্ক না পরায় বিমান ফিরে গেলো মাঝপথ থেকে

american airlines

যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে লন্ডনের পথে রওয়ানা করেছিলো একটি যাত্রীবাহী বিমান।

বিমানটি বৃহস্পতিবার মাঝ আকাশ থেকে আবার মিয়ামিতেই ফিরে গেছে।

বিমান পরিবহন কর্তৃপক্ষ বলছে, বিমানে থাকা এক যাত্রী কোভিড ঠেকাতে নির্দেশিত মাস্ক পরতে অসম্মতি জানানোয় তারা এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

তারা বলছে, ‘এক যাত্রী মাস্ক পরতে প্রত্যাখ্যান করার কারণে আমেরিকান এয়ারলাইনস সেবার ফ্লাইট ৩৮ মিয়ামি থেকে লন্ডনে যাওয়ার পথে আবারও মিয়ামিতে ফিরে গেছে।’

বোয়িং ৭৭৭ ফ্লাইটটিতে যাত্রী ছিলেন ১২৯ জন; ক্রু ছিল ১৪ জন।

মিয়ামিতে ফিরে আসাকে কেন্দ্র করে বিমানবন্দরে অপেক্ষায় ছিল মিয়ামি পুলিশ।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, বিমানটি অবতরণের পর পরই ওই যাত্রীকে কোনো কিছু না বলেই পুলিশ তাদের সঙ্গে নিয়ে যায়।

আমেরিকান এয়ারলাইনস বলছে, এ ঘটনায় অধিকতর তদন্তের আগে ওই যাত্রীর বিমানে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান পরিবহন কর্তৃপক্ষ ২০২১ সালের জানুয়ারিতে জানিয়েছিল, তারা অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে মাস্ক পরাটা বাধ্যতামূলক করেছেন।

এ নীতি অমান্যকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিদেশি পার্সেল থেকে ওমিক্রন ছড়াতে পারে - চীনের সতর্কতা

বিদেশি পার্সেল থেকে ওমিক্রন ছড়াতে পারে – চীনের সতর্কতা

করোনায় আক্রান্ত হচ্ছেন বিমানের পাইলট ও কেবিন ক্রুরা

করোনায় আক্রান্ত হচ্ছেন বিমানের পাইলট ও কেবিন ক্রুরা