in

হজে যেতে প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিতরা অগ্রাধিকার পাবেন

umarh hazz

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘২০২২ সালে করোনা পরিস্থিতির উন্নতি হলে এবং বাংলাদেশ হতে হজে গমনের অনুমতি পাওয়া গেলে ইতোপূর্বে যারা প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করেছেন তারা ক্রমান্বয়ে অগ্রাধিকার ভিত্তিতে হজে যেতে পারবেন।’

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বুধবার বিকেলে বাংলাদেশ হতে হজে গমনেচ্ছু নিবন্ধিত ব্যক্তিদের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস জনিত বৈশ্বিক মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সৌদি আরবের অভ্যন্তরে সীমিত পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

বাইরের দেশ থেকে কোনো হজযাত্রী সৌদি আরবে গমনের সুযোগ পাননি। সে ধারাবাহিকতায় বাংলাদেশ থেকেও কোনো হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গমন করেননি।’

Written by Rabeya Shathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কুয়েত বিমানবন্দরে ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে

১ নভেম্বর ঢাকা থেকে ইজিপ্টএয়ারের ফ্লাইট শুরু