in

৬ জানুয়ারি থেকে চালু হচ্ছে থাই এয়ারওয়েজের ফ্লাইট

৬ জানুয়ারি থেকে চালু হচ্ছে থাই এয়ারওয়েজের ফ্লাইট

আগামী ৬ জানুয়ারি থেকে ঢাকা-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালু করছে থাই এয়ারওয়েজ। সম্প্রতি এই ঘোষণা দেয় সংস্থাটি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এই রুটে প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে।

থাই এয়ারওয়েজ জানায়, ফ্লাইটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার পরিচালিত হবে। এদিন ফ্লাইটটি রাত ১টা ৪০ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে স্থানীয় সময় ৫টা ১০ মিনিটে ব্যাংকক পৌঁছাবে। এবং ব্যাংকক থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে রওনা হয়ে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ঢাকা অবতরণ করবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২১ সালের মার্চ থেকে এই রুটে থাই এয়ারওয়েজের ফ্লাইট চলাচল বন্ধ ছিল। দীর্ঘদিন পর এই রুটে চালু হচ্ছে ফ্লাইট।

থাই সরকারের সর্বশেষ ভ্রমণ নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ থেকে দেশটিতে প্রবেশ করা যেকোনো ব্যক্তিকে ৭ থেকে ১০ দিনের জন্য নির্দিষ্ট হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে যারা ব্যাংককে প্রবেশ না করে সরাসরি ফুকেট যাবেন তাদের কোয়ারেন্টাইন লাগবে না। ফুকেটে নেমে একবার করোনা পরীক্ষা করতে হবে। নেগেটিভ ফলাফল পাওয়ার পরই যাত্রীরা হোটেল থেকে বের হতে পারবেন।

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন: ভাড়া ২.১৫ টাকা

চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন: ভাড়া ২.১৫ টাকা

চট্টগ্রাম-কুয়েত সরাসরি ফ্লাইট শুরু করছে জাজিরা এয়ারওয়েজ

চট্টগ্রাম-কুয়েত সরাসরি ফ্লাইট শুরু করছে জাজিরা এয়ারওয়েজ