অচিরেই শুরু হতে পারে ঢাকা-টরেন্টো ফ্লাইট

বিমান বাংলাদেশ ফ্লাইটে হাতাহাতি, লন্ডনে ৭ যাত্রী আটক

অচিরেই ঢাকা-টরেন্টো ফ্লাইট শুরু করা যাবে বলে আশা করছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোই প্রেফনটেইন।

রোববার সচিবালয়ে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাতের সময় তিনি এই কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ঢাকায় কানাডিয়ান হাইকমিশনের সব ধরনের সহযোগিতা একান্তভাবে কাম্য।’

এসময় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বলেন, ‘ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট যোগাযোগ বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সব ধরনের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করবে। আশা করি অচিরেই ঢাকা-টরেন্টো ফ্লাইট শুরু করা যাবে। এ ব্যাপারে ঢাকায় কানাডিয়ান হাইকমিশন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, অতিরিক্ত সচিব জননেন্দ্র নাথ সরকার ও কানাডিয়ান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর অ্যাঞ্জেলিনা ডার্ক।

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরিশাল বিমান বন্দরের সীমানা প্রাচীর ভেঙ্গে চলাচলের রাস্তা

বরিশাল বিমান বন্দরের সীমানা প্রাচীর ভেঙ্গে চলাচলের রাস্তা

চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন: ভাড়া ২.১৫ টাকা

চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন: ভাড়া ২.১৫ টাকা