বাংলাদেশে অবস্থানরত ২৬৪ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন। ২১ এপ্রিল, মঙ্গলবার একটি বিশেষ ফ্লাইটে ব্রিটিশ নাগরিকরা ঢাকা ত্যাগ করে গেছেন।
সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রথম দফায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন এই ব্রিটিশ নাগরিকরা।
এছাড়া আগামী ২৩, ২৫ ও ২৬ এপ্রিল আরো তিনটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যাবে। ব্রিটিশ এয়ারওয়েজে এসব ফ্লাইটে শুধুমাত্র ব্রিটিশ নাগরিকরা ঢাকা থেকে যাবেন।
করোনা ভাইরাসের মহামারীর কারণে বাংলাদেশের সঙ্গে চীন ছাড়া সব দেশের প্লেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে যেসব বিদেশি নাগরিকরা এদেশে অবস্থান করছিলেন, তারা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের জন্য চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা চাইলে ঢাকা ত্যাগ করতে পারবেন।