মহামারির কারণে কাতারে দীর্ঘদিন বন্ধ ছিল ফ্যামিলি ভিসা। এখন করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় একে একে সব বিধিনিষেধ প্রত্যাহার করে নিচ্ছে দেশটি। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর ফের চালু হলো এই ভিসা। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে কাতারের রেড জোনের তালিকায় থাকা ভারত, পাকিস্তান ও বাংলাদেশকেও ফ্যামিলি ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
প্রবাসীরা ফের ফ্যামিলি ভিসা চালু হওয়ায় খুশি। এখন থেকে পরিবার-পরিজন নিয়ে যেতে পারবেন তারা। প্রবাসী বাংলাদেশিরা বলেন, কাতার সরকার করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার কারনে নতুন করে ফ্যামিলি ভিসা দিচ্ছে। আমরা পরিবারকে এখানে আনার সুযোগ পাবো। করোনা মহামারির মধ্যেও কাতার সরকার ফ্যামিলি ভিসা নতুন করে শুরুর উদ্যোগ নিয়েছে।
এ জন্য বাংলাদেশিদের পক্ষ থেকে কাতার সরকারকে অনেক ধন্যবাদ।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ ‘মিতরাশ-টু’ এর মাধ্যমে ঘরে বসে ভিসার জন্য আবেদন করা যাবে।
এছাড়া বিজনেস ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসাও চালু করেছে কাতার।