১ এপ্রিল থেকে এয়ার অ্যাস্ট্রা যাত্রীদের সুবিধার্থে আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়িয়েছে। এয়ারলাইন্সটি এ রুটে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করবে।
প্রতিদিন যথাক্রমে সকাল ৭টা ১০ মিনিটে, দুপুর ২টা ৫ মিনিটে, বিকেল ৫টা ১৫ মিনিটে এবং রাত ৮টা ৫ মিনিটে, এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ঢাকা থেকে সৈয়দপুরের জন্য রওনা হবে। পরে সকাল ৮টা ৪০ মিনিটে, বিকেল ৩টা ৩৫ মিনিটে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং রাত ৯টা ৩৫ মিনিটে সৈয়দপুর থেকে আবার ঢাকা রুটে ফ্লাইট ছাড়বে।
ঈদ উপলক্ষে প্রতিদিন ঢাকা থেকে সৈয়দপুর ছাড়াও চট্টগ্রাম রুটে চারটি, কক্সবাজার রুটে চারটি এবং সিলেট রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। ফ্লাইট টিকিট কেনার জন্য যাত্রীরা এয়ার অ্যাস্ট্রার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস ব্যবহার করতে পারেন অথবা সেলস অফিস, অনলাইন এবং অফলাইন ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে পারেন।
এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে তিনটি ATR 72-600 বিমান রয়েছে, যেগুলো ফ্রান্সে তৈরি অত্যাধুনিক টার্বোপ্রপ বিমান যা ৭০ জন যাত্রী বহনে সক্ষম।
আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel