in

ঈদে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ালো বিমান

ঈদুল ফিতরে ৪০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটে ৯টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাওয়া-আসা মিলে অতিরিক্ত ফ্লাইটের সংখ্যা ১৮টি। ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এই ফ্লাইটগুলো পরিচালিত হবে।

রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার জানান, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে এসব অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীরা বিমানের বৃহদাকার উড়োজাহাজগুলোয় ভ্রমণ করতে পারবেন।

যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট কিনতে পারবেন।

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিমানের ঢাকা-রোম ফ্লাইট গতকাল চালু হয়েছে

বিমানের ঢাকা-রোম ফ্লাইট গতকাল চালু হয়েছে

এয়ার অ্যাস্ট্রা ঈদ উপলক্ষে সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়িয়েছে 

এয়ার অ্যাস্ট্রা ঈদ উপলক্ষে সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়িয়েছে