in , ,

ওমরাহ ভিসার নিয়ম পরিবর্তন হচ্ছে

ওমরাহ ভিসার নিয়ম পরিবর্তন হচ্ছে

সৌদি আরব ওমরাহ ভিসার নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে। এই নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ থাকবে তিন মাস বা ৯০ দিন।

গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের জারি করা নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগে ওমরাহ ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর। বর্তমানে এ নিয়ম পরিবর্তন করে ভিসা ইস্যুর দিন থেকে তিন মাস বা ৯০ দিন মেয়াদ থাকবে।

মন্ত্রণালয় বলেছে, এই পরিবর্তনের লক্ষ্য আসন্ন হজ মৌসুম শুরুর আগে এবং চলাকালীন সময়ে হজযাত্রীদের আগমন এবং কার্যক্রম আরও ভালভাবে পরিচালনা করা।

বর্তমানে এই নতুন ওমরাহ ভিসার নিয়ম মন্ত্রণালয়কে অবস্থানরত হজযাত্রীদের তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে।

আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel 

Written by Nadia Farha Mubin

Content Writer and Travel Enthusiast

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

British Airways Introduces Two Real-Time Weather Apps

British Airways Introduces Two Real-Time Weather Apps

ফিটস এয়ারের ঢাকা-শ্রীলঙ্কা ফ্লাইট চালু, মাত্র ৩৮ হাজারে

ফিটস এয়ারের ঢাকা-শ্রীলঙ্কা ফ্লাইট চালু, মাত্র ৩৮ হাজারে