in

দিল্লি-কলকাতায় ফ্লাইট বাড়ালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

দিল্লি-কলকাতায় ফ্লাইট বাড়ালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বাংলাদেশ-ভারত রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করে নতুন ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানায়, মহামারীকালে তারা এয়ার বাবল চুক্তির আওতায় ১৯ অক্টোবর থেকে ঢাকা-কোলকাতা রুটে সপ্তাহে চারটি এবং ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে।

ঢাকা-কলকাতা রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার এবং ঢাকা-দিল্লি রুটে প্রতি বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রোববার ও সোমবার বিমানের ফ্লাইট চলবে।

ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১১টায় কলকাতার উদ্দেশ্যে এবং কলকাতা থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে বিমানের ফ্লাইট ছাড়বে।

অন্যদিকে ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১১টায় দিল্লির উদ্দেশে এবং দিল্লি থেকে স্থানীয় সময় দুপুর ২টায় ঢাকার উদ্দেশে ফ্লাইট যাত্রা করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ বছরের কম বয়সী ছাড়া অন্যান্য সব যাত্রীদের ফ্লাইট ছাড়ার আগে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। ভারতের বিমানবন্দরে পৌঁছে যাত্রীদের আরেকবার পরীক্ষা করাতে হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় গত ৫ সেপ্টেম্বর থেকে বিমান চলাচল শুরু হয়।

বর্তমানে ঢাকা থেকে কলকাতা ও দিল্লি রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করছিল বিমান।

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শুরু হলো ভারতে ভ্রমণ ভিসার আবেদন

শুরু হলো ভারতে ভ্রমণ ভিসার আবেদন

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সিঙ্গাপুর

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সিঙ্গাপুর