in

নভেম্বর থেকে কোয়ারেন্টিন ছাড়াই থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

নভেম্বর থেকে কোয়ারেন্টিন ছাড়াই থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১ নভেম্বর থেকে ‘স্যান্ডবক্স স্কিমে’র অধীনে, নির্ধারিত পর্যটন এলাকায় কোয়ারেন্টিন ছাড়াই বাংলাদেশ থেকে টিকাপ্রাপ্ত ভ্রমণকারীদের প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে থাইল্যান্ড।

নির্দিষ্ট এলাকায় এক সপ্তাহ কাটানোর পর ভ্রমণকারীদের দেশের অন্যান্য এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হবে।

থাইল্যান্ড দূতাবাস এই নিয়ে বিস্তারিত প্রকাশ করবে।

ঢাকায় সোমবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠক করেন। সে সময় তিনি এসব তথ্য জানিয়েছেন।

বৈঠকে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাণিজ্য, বিজ্ঞান-প্রযুক্তি, চিকিৎসাসেবা, পর্যটন, বিদেশি বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে থাইল্যান্ড ও বাংলাদেশের মানুষের মাঝে যোগাযোগের বিস্তৃতি অনেক বেশি জরুরী।

প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা প্রদানের জন্য থাইল্যান্ডকে ধন্যবাদ জানান। একইসঙ্গে রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে থাইল্যান্ডের কাছে রাজনৈতিক সমর্থন কামনা করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী শাহরিয়ার আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের প্রার্থী হওয়ার জন্য থাইল্যান্ডের সমর্থন চান।

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সিঙ্গাপুর

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সিঙ্গাপুর

Where to spot tigers in India

Where to Spot Tigers in India