in ,

ফ্লাইট টিকিট কিনলেই ট্রানজিট ভিসা ফ্রি!

ফ্লাইট টিকিট কিনলেই সৌদির ভিসা ফ্রি

ফ্লাইটের টিকিটের সঙ্গে চার দিনের ফ্রি ট্রানজিট ভিসা সেবা চালু করেছে সৌদি আরব।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ভিসাটি বিনামূল্যে এবং ফ্লাইটের টিকিটের সঙ্গে তাৎক্ষণিকভাবে ইস্যু করা হবে।

সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের সহযোগিতায় আকাশ পথে ভ্রমণের জন্য টিকিটের সঙ্গে এ ফ্রি ট্রানজিট ভিসা চালু করেছে দেশটির সরকার। গ্লোব ট্রেন্ডার এক প্রতিবেদনে এ বিষয়টি জানায়।

সেই সাথে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ভিসার মেয়াদ থাকবে তিন মাস পর্যন্ত এবং ট্রানজিট ভিসাধারীরা চার দিন সৌদিতে থাকতে পারবেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রানজিট ভিসার জন্য আবেদন জমা দেওয়া যাবে। এটি স্বয়ংক্রিয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিফাইড ন্যাশনাল ভিসা প্ল্যাটফর্মে অনুমোদিত হবে। এরপর ডিজিটাল ভিসা প্রক্রিয়াকরণের মাধ্যমে এবং দ্রুততম সময়ের মধ্যে ভিসা ইস্যু হয়ে ই-মেইলের মাধ্যমে আবেদনকারীর কাছে পাঠানো হবে।

নতুন এ ট্রানজিট ভিসার সুবিধার ফলে মক্কায় পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবে যাত্রীরা। এ ছাড়াও, আগতরা মদিনায় নবীর মসজিদ পরিদর্শন ও দেশটির অভ্যন্তরে ভ্রমণের পাশাপাশি যে কোনো পর্যটন ইভেন্টে যোগদান করতে পারবেন।

 

Written by Tamanna Reza

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Golden Triangle of India

Exploring the Best of the Golden Triangle of India

আর্জেন্টিনা

বিশ্বকাপ প্রেমের পর বাংলাদেশে দূতাবাস খুললো আর্জেন্টিনা