নেপাল বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা এর সুবিধা চালু করেছে। এখন থেকে ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসার বদলে বাংলাদেশিদের অনলাইনে ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) দেওয়া হবে।
নেপাল ই-ভিসা এর বিষয়টি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ঢাকায় নেপাল দূতাবাসের ফেসবুক পেজে। গত ২৪ আগস্ট থেকে ইটিএ সংক্রান্ত সিস্টেমটি চালু করেছে নেপাল দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপাল ভ্রমণের জন্য বাংলাদেশি আবেদনকারীদের এখন আর ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা দেওয়া হবে না। রোববার, ২৭ আগস্ট, থেকে দূতাবাস অনলাইনে ইটিএ দেওয়া শুরু করেছে।
ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসার বদলে ইটিএ দিলেও ভিসার আবেদনের প্রক্রিয়াসহ অন্যান্য পূর্বশর্তগুলো অপরিবর্তিত থাকবে বলে জানায় দূতাবাস।
আরো ভ্রমণ নিউজ পেতে > Travel News | British Bangla Travel